এমএ বাছিত/কিবরিয়া চৌধুরী/আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সরকারী পাহাড় কাটার অপরাধে ৫ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-গজনাইপুর ইউনিয়নের কান্দিগাও গ্রামের মুহিত মিয়া, সুজন মিয়া, কাচন মিয়া, মুকিত মিয়া ও বাহুবলের পাইপাড়া গ্রামের গ্রামের তহিদুল ইসলামের পুত্র মনির হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও এবং লোগাঁও এলাকায় অশুভ চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্টের অভিযোগ ছিল। সম্প্রতি ওই এলাকায় নজরদারী বৃদ্ধি করে উপজেলা প্রাশাসন। গতকাল লোগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় আব্দুল মোহিত গংদের বিরুদ্ধে মাটি কাটার খবর পেয়ে অভিযানে যায় ভ্রাম্যমান আদালত। সেখান থেকে কান্দিগাঁও গ্রামের মনির হোসেন, কাচন মিয়া, মুজিব মিয়া ও বাহুবল উপজেলার পাইকপাড়া গ্রামের সুজন মিয়াকে আটক করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে মনির হোসেনকে ১০ হাজার টাকা ও মাটি কাটায় সহায়তার করার অপরাধে কান্দিগাও গ্রামের কাছন মিয়া, মুজিব মিয়া,ও সুজন মিয়াকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এদিকে অভিযানকালে মূল অভিযুক্ত মুহিত মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধায় অভিযান চালিয়ে মূলহোতা মুুহিত মিয়াকে গ্রেপ্তার করেন। পরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মুহিত মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।