স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাজে বাঁধা ও অশোভন আচরনের অভিযোগে ছাত্রলীগ কর্মী আবু সৈয়দ জনি (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কোর্ট স্টেশন এলাকার আবু তৈয়ব মিয়ার পুত্র। গত বৃহস্পতিবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পশ্চিম দিকের জায়গায় মামলার আলামত বিনষ্ট করতে যান বিজ্ঞ বিচারক জাকির হোসেনসহ অন্যান্যরা। এ সময় জনি জব্দ মালামাল আগুন দিয়ে বিনষ্ট করতে বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে বিচারকদের সাথে অশোভন আচরণ করেন তিনি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিষয়টি সদর থানাকে অবগত করলে এসআই সনক কান্তি দাশসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনিকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গতকাল শুক্রবার বিকেলে কার্যবিধি ১৫১ ধারায় জনিকে কোর্টে প্রেরণ করে ও তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।