স্টাফ রিপোর্টার ॥ চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীতেআজ শনিবার থেকে হবিগঞ্জের ২৫ টি বাগানে অনিদিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট আহবান করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার দুপুরে এক সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন চন্দ্র পাল এ ঘোষণা দেন।
তিনি বলেন চা শ্রমিকের মুজুরি বৃদ্ধিসহ ২০ দফা দাবি ছিল কিন্তু আলোচনার মাধ্যমে কিছু দাবি পুরন হয়েছে। তবে প্রধান দাবি মুজুরি বৃদ্ধি সহ কয়েকটি দাবি আদায়ের লক্ষ্য শনিবার সকাল থেকে অনিদিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট আহবান করা হয়েছে। সেই লক্ষে প্রতিটি বাগানে সমাবেশ করা হবে বলে তিনি জানিয়েছেন।
৩০০ টাকা দৈনিক মজুরীর জন্য তারা গত ৪ দিন যাবত প্রতিদিন ২ ঘন্টা কর্মবিরতি. মিছিল ও সমাবেশ করে আন্দোলন করে আসছে। নৃপেন পাল ছাড়াও বক্তব্য রাখেন আশিষ কুমার তন্তু বায়, রজনী কান্ত কালিন্দি, বিণয় চাষা । তাদের ভুমি, স্বাস্থ্য, শিক্ষা, মজুরী সহ বিভিন্ন দাবীতে দিন যাবত আন্দোলন করে আসছে।