স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের এতিমদের সাথে ইফতার করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ২০ দলীয় জোটের নেতা আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক। গতকাল সোমবার রাজনগর ইসলামীয়া এতিমখানার এতিমদের সাথে তিনি ইফতার করেন। ইফতার পূর্ব এতিমখানা পরিচালনা কমিটি সভাপতি এডঃ দেওয়ান মসউদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মোতালিব চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জাপা নেতা আতিকুর রহমান আতিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এতিমরা হলো সমাজের সবচেয়ে অবহেলিত। প্রত্যেক ধনী ব্যক্তির কাছে এতিমদের হক রয়েছে। তিনি এতিমসহ সমাজের সকল অবহেলিত মানুষের পাশে দাড়ানো জন্য বিত্তমানদের প্রতি আহবান জানান এবং রাজনগর ইসলামীয়া এতিমখানার উন্নয়নে দেড় লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।
এতিমখানা পরিচালনা কমিটির পক্ষ থেকে জাপা নেতা আতিকুর রহমান আতিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাপা নেতা সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, আবু বক্কর খাঁন, এতিমখানা পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ, সদস্য ইসলাম তফদার তনু, লন্ডন প্রবাসী ফিরোজ চৌধুরী, আমান আলী, তুহিন চৌধুরী, স্বপন মেম্বার, শাহরিয়ার হাসান লিটন, সৈয়দ তারেক, মুহিব আল হাসান, ফকির হুমায়ুন কবির প্রমুখ।