স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরপুর এলাকার ওয়াহিদ মিয়া (৩৫) নামের এক গাঁজাসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সিপাহী ওয়াহিদকে আটক করেন। এ সময় তার কাছ থেকে কিছু গাঁজা জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত তাকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন। তাকে সাথে সাথেই কারাগারে প্রেরণ করা হয়।