মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর ফিসারিতে বিষ প্রয়োগ ॥ ভেসে উঠেছে প্রায় ৬ লক্ষাধিক টাকার মৃত মাছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশের ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত সন্ধ্যা-রাতের কোন এক সময়ে উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের দূর্গাপুর গ্রামে তার ফিসারিতে এই বিষ প্রয়োগের ঘটনাটি ঘটেছে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। গতকাল বুধবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় পুকুরের চারিদিকে মৃত পোনা ভেসে উঠছে, গ্রামের মানুষ সারি সারি লাইন ধরে মাছ নিয়ে যাচ্ছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ জানান, তার নিজ গ্রাম দুর্গাপুরে প্রায় ১৭ কেয়ার জায়গার উপর তিনি ৬টি ফিসারি করে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। এবার নওগা জেলা থেকে পোনা মাছ এনে রুই, কাতলা, কার্প, মির্কা, গাসকার্প, সিলবার, ব্রিগেট সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেন। এতে আমার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। গত মঙ্গলবার দিবাগত রাতে আমার লোকজন একটি ফিসারিতে মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে ফিসারির পাড়ে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখি। ফিসারিতে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যা-রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা ফিসারিতে বিষ প্রয়োগ করে চলে যায়। প্রায় ১ একর ভূমি’র এই ফিসারিতে বিষ প্রয়োগের ফলে রুই, কাতলা, কার্প, মির্কা, গাসকার্প, সিলবার, ব্রিগেটসহ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ থেকে ৪৫ মন মাছ মরে ভেসে উঠেছে। এতে অনুমান ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, গত বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর, এসআই নাঈম ও এসআই মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থখা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com