মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন-পবিত্র ঈদকে সামনে রেখে উপজেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে আমাদের প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। মাদক বেচা-কেনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া যাবে না। অপরাধী যে কেউ হউক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে। তবে কোন সাধারন এবং নিরাপরাধী মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। গতকাল সোমবার মাধবপুরে আইন শৃংখলা বিষয়ক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আকতার হেলেন, অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, সহকারী কমিশনার ভুমি মোঃ শফিউল্লাহ, প্রেস ক্লাব সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি, মুক্তিযোদ্ধা কমান্ডার, সেটেলমেন্ট অফিসার মোঃ জিন্নাহ, চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, মাহমুদুর রহমান সোহাগ, সামসুল ইসলাম মামুন, আলাউদ্দিন, সফিকুল ইসলাম, শিক্ষক মাহমুদ হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুর নূর প্রমূখ।