স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সুনির্মল রায় বলেছেন বৃক্ষ আমাদের প্রাকৃতিক সম্পদ। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। তিনি আরো বলেন, আবহাওয়া নিয়ন্ত্রণে ও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাচিঁয়ে রাখে।
তিনি গতকাল ১০ আগস্ট হবিগঞ্জ যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ হলরুমে ‘সামাজিক বনায়ন বৃক্ষরোপণ’ উপলক্ষে হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। ট্রাস্ট-এর চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল-এর সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত-এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. কান্তি প্রিয় দাশ, সহযোগী অধ্যাপক ডা. হৈমন্দু বিশ্বাস, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ মো. আবুল হাসান প্রমূখ।
এতে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার।