স্টাফ রিপোর্টার ॥ বহুল প্রচারিত হবিগঞ্জ জেলার অনলাইন পত্রিকা নিউজ হবিগঞ্জ ডট কম “সত্যের সন্ধানে আমরা” স্লোগান নিয়ে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নিউজ হবিগঞ্জ ডট কমের ভারপ্রাপ্ত সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুনের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে আলোচনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আলহাজ এডভোকেট মোঃ আমির হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, নিউজ হবিগঞ্জ ডট কম এর সম্পাদক আ ফ ম সাইফুদ্দিন জাবেদ, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, ফ্রিল্যান্সার টু এন্ট্রিপ্রিনিয়র এডমিন আতিকুর রহমান আতিক, বাপা হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, স্বদেশ বার্তার যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, তরফবার্তার বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, হবিগঞ্জ ডট কম এর ক্রাইম রিপোর্টার শাহ জালাল উদ্দিন জুয়েল, নির্বাহী সম্পাদক সীমান্ত দেব তূর্য, মাধবপুর প্রতিনিধি এস এইচ উজ্জল, লাখাই প্রতিনিধি মহসিন সাদেক, নবীগঞ্জ প্রতিনিধি শওকত আলী। অনুষ্টানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। সততা ও সাহসিকতার মধ্য দিয়ে নিউজ হবিগঞ্জ ডট কম অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিনিধি সম্মেলনের পর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউজ হবিগঞ্জ ডট কম এর প্রধান উপদেষ্টা এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।