প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে দারুল উলুম মাদ্রাসার আঞ্জুমানে তালীমুল কোরআনকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছে লন্ডনস্থ হবিগঞ্জ এলাইন্স লুটন ইউকে। গতকাল লন্ডন থেকে প্রেরিত অর্থ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ শাহ আলম অনুদানের টাকা গ্রহন করেন। এ উপলক্ষে গতকাল মাদ্রাসায় ইফতার শেষে মাদ্রাসা প্রাঙ্গনে সংগঠনের চেয়ারম্যান ফজিলত আলী, দেলোয়ার হোসেন হিরু, উপদেষ্টা হান্নান চৌধুরী খুরুম, সফিক চৌধুরী, সহ-সভাপতি মন্নান চৌধুরী, ডি এইচ সৈয়দ, সাংগঠনিক সদস্য আনোয়ার হোসেন, শাহ মোঃ রিয়াদ তুষার, সোলেমান চৌধুরী, আব্দুল মাজেদ শুভ, শাহ আলম, জাকাকিয়া আহমদ, এহসানুল কিবরিয়া শিহাব, সিয়াম চৌধুরীসহ সকল নেতৃবৃন্দের প্রবাসী জীবন সুখে শান্তি ও তাদের দীর্ঘায়ু জীবন কামানা করে মোনাজাত ও দোয়া করা হয়।