বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার আদর্শবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ৬টি প্রতিষ্টানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচংয়ে আদর্শবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি মছলন্দ আলীর ফারজানা গার্মেন্টকে ট্রেড লাইসেন্স না থাকায় পাচঁশ টাকা, আব্দুর শহিদ মিয়াকে পচাঁবাসী মিষ্টি বিক্রির অপরাধে এক হাজার টাকা, মোজাম্মিল মিয়াকে মিষ্টির কার্টুনের ওজন বেশী হওয়ায় পাচঁশ টাকা, মনসুর মিয়াকে রাস্তায় মালামাল রেখে ব্যবসা পরিচালনা করায় পাচঁশ টাকা, হারিছ খাকে ও শামিম মিয়াকে পাচঁশ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ২নং উত্তর পশ্চিম ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, আদর্শবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শেরুজ্জামান খান বাচ্চু, সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহামানসহ একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি বলেন, অন্যায়কারিদের বিরোদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সুতরাং অন্যায় কাজ থেকে বিরত থাকুন। জনস্বার্থে এরকম অভিযান চলমান থাকবে।