স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সুফিয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধা বিষপানে আত্মহত্যা করেছে। তবে লাশটি নিয়ে যাবার সময় আটক করে পুলিশে খবর দেয়া হয়। তিনি মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের বজলু মিয়ার স্ত্রী। গতকাল রবিবার রাত ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে ছটফট করতে থাকেন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে তড়িগড়ি করে লাশ নিয়ে যাবার সময় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ আটকে থানায় খবর দেয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।