স্টাফ রিপোটার্র ॥ বাহুবল উপজেলায় জ্বালানি তৈল পরিমাপে কম দেয়ায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার (৭ই আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উক্ত অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ র্যাব-৯ এর একটি টিম। অভিযানে উপজেলার মিরপুর এলাকায় অবস্থিত চেরাগ আলী পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা এবং নিরাপদ পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা করে মোট ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের পক্ষ থেকে হুশিয়ার করে দেয়া হয় এবং উক্ত অভিযান চলমান থাকবে বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।