স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে হত্যা চেষ্টার অভিযোগে কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে নবীগঞ্জের হৈবতপুর গ্রামের মৃত আব্দুল গনির পুত্র দবির মিয়া, নুরুল আমিনের পুত্র রিপন মিয়া ও শিপন মিয়াকে। গতকাল আদালতে এ মামলা দায়ের করলে আদালত আসামীদের বিরুদ্ধে শোকজ আদেশ দেন। গত ১৫ সেপ্টেম্বর সাংবাদিক কিবরিয়া চৌধুরী একটি মামলায় আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর হওয়ার সংবাদ শুনে আসামী দবির মিয়া, রিপন মিয়া ও শিপন মিয়া সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে গত সোমবার বিকালে প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সাংবাদিক কিবরিয়া। এদিকে সাংবাদিক কিবরিয়া চৌধুরীর উপর হামলার ঘটনায়ক্ষুুব্দ এলাকার সাধারণ মানুষ।