স্টাফ রিপোর্টার ॥ গত কয়েকদিনের ভ্যাপসা গরমে হবিগঞ্জ শহরের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ছাড়া আমাশয়, ডায়রিয়া, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। শিশুদের পাশাপাশি বৃদ্ধরা এতে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তিল ধারণের ঠাই নেই। রোগীদের অভিযোগ, খাবার স্যালাইন, ওষুধ দেয়া তো দূরের কথা নূন্যতম চিকিৎসাও দেয়া হচ্ছে না। গতকাল রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডে শত শত রোগী ভর্তি রয়েছে। তবে বিশেষ করে মহিলা ও শিশু ওয়ার্ডে রোগীদের উপচে পড়া ভিড়। অনেকে সিট না পেয়ে মেঝেতে পড়ে আছেন। চিকিৎসক ও নার্সরা চিকিৎসা দিতে হিমশিম পোহাচ্ছেন। তবে চিকিৎসকরা জানান, অতিরিক্ত গরমে এসব রোগ দেখা দিয়েছে। ভয়ের কিছু নেই। খাবার স্যালাইন ও হাত সাবান দিয়ে ধুয়ে খেলে এসব রোগ দেখা দিবে না।