স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ আগস্ট গভীর রাতে ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই সবুজ কুমার নাইডু, এসআই দুলাল মিয়া, এএসআই হারুন অর রশিদ, এএসআই মোহাম্মদ সুরমান আলীসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী দৌলতপুর গ্রামের মাহতাব আলীর পুত্র মোঃ মঙ্গল মিয়া (২৪), মাটিকাটা গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র মোঃ শফিকুল ইসলাম এবং পরোয়ানাভুক্ত আসামী দৌলতপুর গ্রামের আক্কল আলীর পুত্র আলী নূর (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।