স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় এক যুবতী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবতীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত ১১ টার দিকে বাখরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার যুবতী জানায়, অন্যান্য দিনের মতো ওই রাতেও তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। তার পরিবারের লোকজন বাড়ি থাকার সুযোগে এক যুবক ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তিনি বাঁধা দিলে তাকে মারধর করে। এক পর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় সে পালিয়ে যায়। এদিকে এ ঘটনায় ওই মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।