স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। শোকসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমিয় চন্দ্র রায় ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শামীম খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কদ্দুছ ও সদস্য হাজী মোঃ ইউনুছ মিয়া। বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি শাহবাজ চৌধুরী, আব্দুর রউফ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাব্বির খান, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, জিয়াউর রহমান জিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল হান্নান, পৌর আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান খান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান প্রমুখ। এতে ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী সৈয়দ আহাম্মদ।