স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে পুলিশ লাইন জামে মসজিদে বৈদ্যুতিক পাখা ও নারী পুলিশদের ঈদ বোনাস প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় শহরের থানা অভ্যন্তরে অবস্থিত পুলিশ নারী কল্যাণ সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য দেন- সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদ উর রহমান মনির, সীমা ইসলাম, লাকী হক ও উম্মে আয়রীন। এতে সভাপতিত্ব করেন পুনাক’র সভানেত্রী পুলিশ সুপার পতœী তানিয়া আরাফাত। অতিথিবৃন্দ পুলিশ লাইন মসজিদের ইমামের হাতে বৈদ্যুতিক পাখা এবং নারী কনস্টেবলদের হাতে ঈদ বোনাসের টাকা তুলে দেন। শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।