মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে এক শিক্ষককে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার নগদ টাকা, মোবাইল ফোন, বিদ্যালয়ের কাগজপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
গতকাল বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার ঘিলাতলী সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিক্ষক হুমায়ুন কবির মাসুক (৩২) কে স্বজনরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ফোকাস আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের স্বজনরা জানান, ওইদিন সকালে তিনি বাড়ি থেকে বিদ্যালয়ের যাবার পথে উল্লেখিত স্থানে পৌছালে পূর্ব শক্রতার জের ধরে ঘিলাতলী গ্রামের মহাব্বত আলীর ছেলে সেলিম মিয়া সহ একদল লোক তার উপর হামলা করে পিটিয়ে আহত করে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও বিদ্যালয়ের গুরুত্বপূর্ন ফাইল ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।