প্রেস বিজ্ঞপ্তি ॥ বার বার দীর্ঘ সময় ধরে লোডশেডিং এবং হবিগঞ্জের বিভিন্ন রোডে যাত্রীদের কাছ থেকে সিএনজি’র বর্ধিত ভাড়া নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ। জেলা বাসদ (মার্কসবাদী) উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে আর ডি হল প্রাঙ্গনে হাতে লেখা বিভিন্ন দাবির পোস্টার নিয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে শংকর শূক্লবৈদ্যের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার নেতা জাফর আলী, বাসদ (মার্কসবাদী) নেতা সামছুর রহমান, শ্রমিক ফেডারেশন নেতা আব্দুল মজিদ, গনি মিয়া, ইসমাঈল হোসেন মিন্টু, আব্দুল জব্বার, রইছ মিয়া, মজিবুর রহমান, কামাল মিয়া, বেলাল মিয়া, আছকির মিয়া প্রমূখ। সমাবেশে বক্তাগন বলেন, সরকার নবায়ন যোগ্য শক্তর ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদের স্থায়ী কেন্দ্র স্থাপন না করে পুঁজিপতি ও নেতাদের লুটপাটের সুবিধার্থে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে। যার ফলে সরকার গত ১২ বছরে কেন্দ্র গুলোর ক্যাপাসিটি সার্জ বাবদ ৮৬ হাজার ২৭০ কোটি টাকা অপচয় করে দেশের মানুষকে মহাসংকটে ফেলছে। সরকার এতো দিন বলেছে বাংলাদেশে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। বাস্তবে ১৩/১৪ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ কোনো সময়েই উৎপাদন করা হয় নি। জ্বালানীর সংকট দেখিয়ে বর্তমানে ৭/৮ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উপাদন করা হচ্ছে না। ফলে দেশের মানুষ ও দোকান মালিকগণ চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। অন্য দিকে গ্যাস সংকটের অজুহাতে সি.এন.জি মালিকরা হবিগঞ্জের বিভিন্ন রোডে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরি উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে লোডশেডিং বন্ধ করা ও সিএনজি’র বাড়তি ভাড়া আদায় অবিলম্বে বন্ধ করার জোড় দাবি জানানো হয়।