মখলিছ মিয়া, বানিয়াচঙ্গ থেকে ॥ বানিয়াচংয়ে ৩দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল সকাল ১১ টার দিকে সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ইউএনও এসএম মুনীর উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর পূর্বে একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মজিদ খান বলেন, বৃক্ষ হচ্ছে আমাদের প্রাণ। তাই প্রাণকে সতেজ রাখতে হলে বেশী বেশী করে বৃক্ষ রোপন করতে হবে।