রাহীম আহমেদ ॥ রাত ৮টায় বন্ধ হচ্ছে বিপণিবিতান, নজরদারি নেই মহল্লার দোকানপাটে রাত ৮টার পরও হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দোকান খোলা দেখতে পাওয়া যায়। বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকট রোধে সারাদেশে রাত ৮টার পর থেকে বিপণিবিতান ও দোকানপাট বন্ধে সরকার যে নির্দেশনা দিয়েছিল তা অনেকটাই মেনে চলছেন শহররে ব্যবসায়ীরা। এখন সরকার নির্ধারিত সময়ে শহরের অধিকাংশ বিপণিবিতান বন্ধ হচ্ছে। তবে এ নির্দেশনা তোয়াক্কা করছে না অলি-গলি, মহল্লার দোকানিরা। গতকাল মঙ্গলবার (২ আগস্ট) রাতে সরেজমিনে দেখা যায়, রাত ৮টা বাজতেই শহরের ঘাটিয়া বাজার, চৌধুরী বাজার, শংকরের মুখ, খাজা গার্ডেন সিটি টাউন হল মার্কেট, তিনকোণা পুকুরপাড় এলাকার কাপড়ের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করা শুরু করেন দোকানিরা। রাত ৮টা ৩০ মিনিট বাজতেই দুই-তৃতীয়াংশ দোকান বন্ধ হয়ে যায়। তবে কিছু দোকানে মালামাল ওঠা-নামার কারণে খোলা থাকে। ঘাটিয়া বাজারে কাপড় ব্যবসায়ী তৌহিদ এলাহি বলেন, সরকারের নির্দেশনার পর থেকে সবাই রাত ৮টার দিকে দোকানপাট বন্ধ করেন। এ বিষয়ে মার্কেট মালিক সমিতির নির্দেশনা রয়েছে। দুই-একটি দোকান বিশেষ প্রয়োজনে বন্ধ করতে কিছু সময় নেয়। ঘাটিয়া বাজার থেকে রাত ৮ টায় আল নূর সিটি, শংকর প্লাজা নোয়াহাজারীর দোকান সহ বিভিন্ন বিপণিবিতানগুলো বন্ধ দেখা গেছে। তবে রাত নয়টার পরেও শহরের শায়েস্তানগর সিনেমা হল রোড এলাকায় গিয়ে অধিকাংশ সাইকেল, মুদি দোকানপাট খোলা দেখা গেছে। এ সময় একজন দোকান মালিক বলেন, গলি-সড়কে রাত আটটার পরও সবাই দোকান খোলা রাখেন। তাই তিনিও রেখেছেন। গত ১৬ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা চিঠিতে রাত ৮টার পর সারা দেশে দোকান, শপিংমল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। ওই চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ জুন সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীর সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুন থেকে রাত ৮টার পর বিপণিবিতান ও দোকানপাট বন্ধের সিদ্ধান্ত আসে। তবে এবিষয়ে ঈদের পর থেকে কিছুূিদিন অভিযান অভ্যাহত থাকে কিন্তুু অভিযান কিছুদিন অব্যাহত থাকার পর কিছুটা শিথিল হতে থাকা দেখতে পেয়ে কিছু ব্যবসায়ীরা নিজের মত করে যতক্ষণ খুশি দোকান খোলা রাখছেন।