মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সদরে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর ও ভেজাল খাবার বিক্রয়ের অপরাধে ৩টি খাবারের দোকানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে নুর আলমের মালিকানাধীন সোনার বাংলা হোটেলকে ১ হাজার, ইয়াকুব আলীর মালিকানাধীন বিসমিল্লাহ হোটেলকে ১ হাজার ও আতাব মিয়ার মালিকানাধীন ডাক বাংলা রোড রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তাকে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টার আব্দুল আলী ও এসআই লিটন।