স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা জাতীয় পার্টির নেতা ও গুনই গ্রামের বিশিষ্ট মুরুব্বী শহীদ মিয়া চৌধুরী গতকাল সোমবার সকাল ১০ টায় স্টোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ কন্যা, ২পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল স্থানীয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, জাপা নেতা শেখ জুনাইদ আহমেদ জুনেদ, মীর্জা মন্নর আলী, শহীদুর রহমান, আজিজুর রহমান কালা প্রমুখ।