প্রতিনিধি প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের ভবের বাজারে ফ্যাক্সিরোড ঢুকানোকে কেন্দ্র করে হামলায় রাজিব দাশ (২৫) নামের এক যুবক আহত হয়েছে। আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভবের বাজরের জাহিদপুর গ্রামের এমদাদুল মিয়ার রিয়াদ টেলিকমে ফ্যাক্সি লোড ঢুকাতে যায় আদিত্যপুর গ্রামের রনি রায়। টাকা না ছাড়ায় রনি ও রাজিব গিয়ে এ ব্যাপারে দোকানদারকে জিজ্ঞাসা করলে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এ সময় জাহিদপুর গ্রামের এমদাদুল মিয়া, তার পিতা শমসু মিয়া ও মিজান মিয়া রাজিব দাশকে এলপাতাড়ি আক্রমন করে। বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার সালিসে শেষ করে দেওয়ার কথা বলে রাজীব দাশকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। পথিমধ্যে কানাইপুর নামক স্থানে প্রতিপক্ষের লোকজন আবারো রাজীব দাশকে লাটি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।