স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পুকুরটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন ওই স্থানে ময়লা আবর্জনার স্তুপ ফেলার কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশেই রয়েছে একটি সরকারি স্কুল, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি বেসরকারি অফিস। এসব ময়লা ফেলার কারণে অনেকেই নাকে রুমাল দিয়ে চলাচল করে থাকেন। এ ছাড়া এসব অফিসের কর্মচারীরা দুগর্ন্ধের কারণে ঠিকমতো কাজ করতে পারছে না। এ ছাড়া ছাত্রছাত্রীরাও একই কারণে লেখা পড়া করতে পারছে না। এলাকাবাসী ময়লা আর্বজনা না ফেলার ব্যবস্থা করার দাবি জানান তারা।