বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী প্রভাবশালীদের দখলে ॥ ময়লা আর্বজনার স্তুপে পরিবেশ নষ্ট

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩১৩ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী পুরাতন খোয়াই নদী এখন প্রভাবশালীদের দখলে। মাছুলিয়া থেকে হরিপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পুরাতন খোয়াই নদীটি দখল করে প্রভাবশালীরা ৪ তলা ৫ তলা ভবন নির্মাণ করেছে। ফলে প্রতি বছরই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয় শহরে। প্রশাসন বারবার জলাবদ্ধতা নিরসনে কাজ করলেও এসব অবৈধ দখলের কারণে তার সুফল মিলছেনা। অভিযোগ রয়েছে, শহরে পানি নিষ্কাষনের ড্রেন দখল করে এসব অট্টালিকা ভবন নির্মাণ করার ফলেই প্রতিবন্ধকতা তৈরি হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তৎকালীন জেলা প্রশাসক কামরুল হাসান অভিযান চালিয়ে অনন্তপুর, শ্যামলী, পুরান মুন্সেফী, হরিপুর, স্টাফ কোয়ার্টার, সিনেমা হল, মুসলিম কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় পুরাতন খোয়াই নদীর ওপর ভবন উচ্ছেদ করলেও তিনি চলে যাওয়ার পর এসব উচ্ছেদকৃত জায়গায় আবারও প্রভাবশালীরা বাসা নির্মাণ করে বসবাস শুরু করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরাতন খোয়াই নদী ভরাট করার জন্য প্রভাবশালী মহল ময়লা আর্বজনার স্তুপ করে রেখেছে। দুর্গন্ধের কারণে চলাচলে ব্যাঘাত ঘটছে। এসব অবৈধ স্থাপনায় কর্তৃপক্ষকে ম্যানেজ করে প্রভাবশালীরা বিদ্যুত সংযোগ ও গ্যাসসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন। যদি এখনই এসব অবৈধ দখলদারদের কাছ থেকে পুরাতন খোয়াই নদী উদ্ধার না করায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। যেমন অবৈধ দখলদারের কারণে ঠিকমতো টিউবওয়েলের পানি উঠছে না। পানি নিষ্কাষনের রাস্তা বন্ধ হয়ে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন রাস্তাঘাটে হাটু থেকে কোমড়পানি পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে রাস্তা ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। যার ফলে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা মেরামতের ১ বছরের মাথায়ই পানি জমে থাকার কারণে ভেঙ্গে যায়। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য তোফাজ্জল সোহেল জানান, দীর্ঘদিন ধরে পুরাতন খোয়াই নদী দখলদারের কবল থেকে উদ্ধারের জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের আন্দোলনের ফলে জেলা প্রশাসন উচ্ছেদ করলেও আবারও তারা দখল করে নিচ্ছেন। করোনাকালীন সময়ে তাদের আন্দোলন বন্ধ ছিলো। আবারও তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আন্দোলন চালিয়ে যাবেন। এ ছাড়া এসব অবৈধ দখলের ফলে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে।

 

 

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com