স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে গত কয়েকদিন ধরে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। কিন্তু প্রতিদিনই হাজার হাজার লিটার পানি নষ্ট হচ্ছে। এ যেনো দেখার কেউ নেই। হাসপাতালের সবকটি টিওবয়েল বিকল হয়ে পড়ে আছে। এ ছাড়া ওয়ার্ডের ট্যাপগুলো নষ্ট হয়ে আছে দীর্ঘদিন ধরে। বারবার কর্তৃপক্ষকে বলার পরও এসব মেরামত করা হচ্ছে না। ফলে দিন দিন ভোগান্তি চরম আকার ধারণ করেছে। অথচ প্রতিদিন হাসপাতালের পানির পাম্প থেকে হাজার হাজার লিটার পানি অপচয় হচ্ছে। গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্প থেকে হাজার হাজার লিটার পানি ড্রেন দিয়ে খোয়াই নদীতে যাচ্ছে।