সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলা পরিষদ কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। পুলিশ মালামালসহ দুই চোরকে আটক করেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হলো বাহুবল উপজেলার করিমপুর গ্রামের আমির হোসেন-এর পুত্র জসিম উদ্দিন (২৪) ও সাতকাপন গ্রামের মৃত আব্দুল হাফিজ-এর পুত্র শাহীন আহমেদ (১৯)।
পুলিশ জানায়, বাহুবল উপজেলা পরিষদ কমপ্লেক্স-এর দু’টি গেইটের মাঝামাঝি স্থানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এ অফিসে একটি মোটরসাইকেল, কম্পিউটার, ফটোস্ট্যাট মেশিন সহ বেশ কিছু মূল্যবান মালামাল রয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে অফিসের দুটি তালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। বিষয়টি বাহুবল মডেল থানার টহল পুলিশের নজরে আসে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইয়াছিনুল হক ও এসআই মুজাম্মেল-এর নেতৃত্বে একদল পুলিশ চোরদের ধাওয়া করে ঢাকা-সিলেট মহা-সড়কের মৌচাক পয়েন্টে চোরদের আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া মোটরসাইল ও একটি গ্রীল কাটার মেশিন উদ্ধার করে। গতকাল রবিবার উপজেলা শিক্ষা অফিসের নাইটগার্ড আব্দুল হান্নান বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক বলেন, সেহেরির আগ মুহূর্তে চোরেরা মাধ্যমিক শিক্ষা অফিসে হানা দিলেও আইন-শৃংখলা বাহিনীর তৎপরতায় সফল হতে পারেনি। পুলিশ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা কমপ্লেক্স-এর নিরাপত্তা জোরদার করার প্রক্রিয়া শুরু করেছি।