নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আই.এফ.আই.সি ব্যাংক লিঃ এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলার উপ-শাখার সার্বিক সহযোগিতায় বন্যায় কবলিত ৭৩টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আই.এফ.আই.সি ব্যাংক লিঃ সিলেট শাখার ব্যবস্থাপক ও এভিপি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মোঃ মশিউর রহমান, নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আমজাদ মিলন, আই এফ আই সি ব্যাংক লিঃ নবীগঞ্জ উপজেলা উপ-শাখার অফিসার ইনচার্জ পিন্টু রায়, উমেদনগর উপ-শাখার অফিসার ইনচার্জ মোঃ আকবর হোসেন, চুনারুঘাট উপ-শাখার অফিসার ইনচার্জ মিনহাজুর রহমান চৌধুরী,কোর্ট স্টেশন রোড উপ-শাখার অফিসার ইনচার্জ হরিদাস চক্রবর্তী পঙ্কজ,বানিয়াচং উপ-শাখার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, ট্রানজেকশন সার্ভিস অফিসার সাজিদুল হাসান,কানিজ ফাতেমা,ঋতু সরকার,সেলস এন্ড মার্কেটিং অফিসার সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য্য ও পারভেজ মিয়া সহ ব্যাংক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে নবীগঞ্জ উপজেলা বন্যায় কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ হয়।