নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হালিতলা ও চৌশতপুর রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। গতকাল শুক্রবার ওই কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, নবীগঞ্জ সদর ইউপি প্যানেল মেয়র ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উমেদ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছুরাব উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা এটিএম রুবেল, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জাহেদ চৌধুরী, নবীগঞ্জ পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল তালুকদার, সদর ইউপি ৯নং ওয়ার্ডের মেম্বারনী আবিদা বেগম, পৌর যুবলীগ নেতা আজব আলী, পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাক্কির আহমেদ, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সুজিব খান, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সাজু আহমেদ হৃদয়, ছাত্রলীগ নেতা মতিউর রহমানসহ এলাকার গনমান্য প্রবীণ ব্যক্তিত্ব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ প্রমুখ নেতৃবৃন্দ।