স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের গড ফাদার হেলাল মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে সদর থানার (ওসি) গোলাম মর্তুজার নির্দেশে এসআই শিবলু আহমেদের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার যমুনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ওই গ্রামের ছুরত আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডাকাতি ছিনতাইয়ের এক ডজনেরও বেশি মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। সম্প্রতি বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৭ সালে শহরের মাছুলিয়া এলাকায় তার ছোট ভাই ডাকাত জুয়েল মিয়া ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মারা যায়। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েেেছ। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আরো রহস্য উদঘাটন করা হবে।