স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি চৌধুরী মো: ফরিয়াদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন, পুলিশ সুপার মো: কামরুল আমীন এবং হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রতিষ্ঠাতা সম্পাদক এডভোকেট আমির হোসেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, ডা: জমির আলী, হবিগঞ্জ দক্ষিন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মোজ্জাম্মেল হক, সদর থানার ওসি মো: নাজিম উদ্দিন, কবি তাহমিনা বগেম গিনি, দৈনিক সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক স্বদেশ বার্তার সম্পাদক মো: ইসমাইল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের সম্পাদক মো: ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চেীধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, এয়ারলিংক ক্যাবল নেটওয়ার্ক এর সাবেক চেয়ারম্যান মো: আহমেদ কবীর আজাদ, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, জেলা ছাত্রদল এর সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মো: আলমগীর খান সাদেক, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হালিম, সাবেক সাধারন সম্পাদক রাসেল চৌধুরী, দৈনিক তরফবার্তার সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মশিউর রহমান কামাল, সাধারন সম্পাদক জিয়াউদ্দিন দুলাল, সাংবাদিক আবু ছালেহ মো: নুরুজ্জামান শওকত, মুজিবুর রহমান, এখলাছুর রহমান খোকন, শাকিল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক শরীফ চৌধুরী, আবু হাসিব খান চৌধুরী পাবেল, ফয়সল চৌধুরী, মোঃ নুর উদ্দিন, ছানু মিয়া প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারন সম্পাদক শ্রীকান্ত গোপ।
সভায় প্রথান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, ব্যক্তিগত জীবনে রোজার যে শিক্ষা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে কার্যকর হউক। যাতে কর্মক্ষেত্রে এই ব্যক্তিগত রোজার শিক্ষা প্রতিপলিত হলে সমাজ তথা জাতীর উপকার হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের গনমাধ্যামগুলোর বাক-স্বাধীনতা নিশ্চিত করছেন।