স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানা সুত্রে জানা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামীদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাতে এস আই সোহাগ ফকির, এ এস আই সুমন রায় ও এ এস আই আব্দুল কদ্দুছসহ সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উপজেলার ফরিদপুর গ্রামের আসাদ আলীর ছেলে আন্নর আলী, হানিফ মিয়ার ছেলে সোহাগ মিয়া, মুহাম্মদপুর গ্রামের মোঃ সপ মিয়ার ছেলে করিম মিয়া, ও মীরপুর গ্রামের নয়াজ আলীর ছেলে নরু মিয়া কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার (২৭ জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে আসামীদের কে সোফর্দ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।