বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৮৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ২৮টি দলের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন শেরপুর প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ গাবদেব সরকারী প্রাথমিক বিদ্যালয় অপর দিকে বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপে চ্যাম্পিয়ন বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হরিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়। নবীগঞ্জ জে,কে হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক রাহেলা খানম, শাহিনুর আক্তার চৌধুরী পান্না, বিপুল দেব,শামীম আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com