স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। রবিবার বিকেলে তারা এমপি’র বাস ভবনে গিয়ে সাক্ষাত করেন। এ সময় নেতৃবৃন্দ এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সার্বিক সহযোগিতা কামনা করেন। সাক্ষাতকালে এমপি আবু জাহির ব্যবসায়ীর সহযোগিতার করবেন বলে আশ্বাস্থ করেন। এ সময় উপস্থিত ছিলেন-মার্চেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ সামছু মিয়া, সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া, সাধারণ সম্পাদক লায়ন মফিজুর রহমান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, কোষাধ্যক্ষ হাজী সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সাহিত্য শিক্ষা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সামাজুল খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক রতন কুমার রায়। এছাড়া কার্যকরি কমিটির সদস্য নাসির উদ্দিন, মোঃ আহাদ মিয়া, শ্যামল চন্দ্র রায়, তাজুল ইসলাম, মহিবুর রহমান টিপু, সাইদুর রহমান সেলিম, কেশব মিত্র, অঞ্জন রায় ও পলাশ মোদক।