স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্টাফ রিপোর্টার এলাকায় আল শেফা ফার্মেসির ভেতরে থাকা শয়নক থেকে স্বপন বৈষ্ণব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৫ জুলাই) সকালে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাটুয়া গ্রামের ভূপেন বৈষ্ণবের ছেলে। তবে তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। জানা যায়, স্বপন ওষুধের দোকানের কর্মচারী ছিল। সে দোকানের পেছনে থাকা কক্ষে ঘুমাত। সোমবার সকালে কটির ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।