নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ রোটারি ক্লাবের ২০২২-২০২৩ রোটাবর্ষ নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ জুলাই শনিবার সন্ধ্যায় রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এডিশনাল জোনাল ডাইরেক্টের (খোয়াই জোন) ও নবীগঞ্জ ইউনিটের ক্লাব ট্রেইনার ডাঃ শফিকুর রহমানের চেম্বারে বার্ষিক সভা অনুষ্টিত হয়। রোটারী ক্লাবের নবীগঞ্জ ইউনিটের সভাপতি রোটারীয়ান রঙ্গ লাল রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারীয়ান ডাঃ শাহনেওয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার স্বনামধন্য মেয়র ছাবির আহমদ চৌধুরী, রোটারিয়ান ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, রোটারিয়ান ডাঃ তাপস আর্চায্য, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, রোটারিয়ান মাহফুজুর রব রনি, রোটারিয়ান শামসুল হক, রোটারিয়ান প্রতিমা বনিক, রােটারিয়ান শিরিন আক্তারসহ নবীগঞ্জ ক্লাবের সকল সদস্য বৃন্দ। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ মোস্তকিম আলী প্রিন্সকে সভাপতি এবং প্রভাষক জন্টু চন্দ্র রায়কে সাধারন সস্পাদক নির্বাচিত করে কার্য্যকরী কমিটি গঠন করা হয়।