স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি সড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুল খালেক (৪০) কে আটক করেছে ডিবি পুলিশ। গত ২৪ জুলাই রবিবার রাতে ডিবির ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে উপজেলার লাতুরগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুল জাহিরের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির ১২টিরও বেশি মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিলো। গতকাল সোমবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।