স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার লিজা হত্যার প্রধান আসামিকে ঘটনার প্রায় ৫ মাস পরে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পিবিআই।
লিজা হত্যার প্রধান আসামি তাকবীর হাসান (২০) কে খুলনা থেকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জ।
গত বছরের ঈদ-উল-আযহার দিন (২১ জুলাই ২০২২) সকালে প্রায় সাড়ে ৬ টার দিকে সেলিনা বেগম তার মেয়ে নিহত তাহমিনা আক্তার লিজাকে পাশের গন্ধব্যপুর গ্রামের একটি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী কিনে আনার জন্য পাঠান। পরবর্তীতে তার মেয়ে বাড়ীতে ফিরে না আসলে আত্মীয় স্বজনদের বাড়ীতে ও আশেপাশের সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও মেয়ের কোন সন্ধান পান নি। পরে সেলিনা বেগম মাধবপুর থানায় একটি নিখোঁজ ডায়রী করেন।
নিখোজের ৫ দিন পর (২৫ জুলাই ২০২২) সকালে ওই গ্রামের একজনজন মহিলা গ্রামের বাঁশ ঝাড়ের ভিতরে লাকড়ি কুড়াতে গিয়ে নিহত লিজার (গলিতবস্থায়) মৃতদেহ দেখতে পায় এবং নিহত লিজার মা সেলিনা বেগমকে খবর দেয়। ঘটনাস্থলে হাজির হয়ে তার মেয়ের গলিত মৃতদেহ চিনতে পারেন। লিজার বাবা বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলাটি তদারকির ভার যায় পিবিআই’র কাছে। এরপর অতিরিক্ত আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক দিক নির্দেশনায়, পিবিআই হবিগঞ্জ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার, মোঃ আল মামুন শিকদার এর সার্বিক তত্ত্বাবধানে, মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহনেওয়াজ তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে মামলার প্রধান আসামি তাকবীর হাসানকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত তাকবীর মাধবপুর উপজেলার আইলাভি গ্রামের সাইদুর রহমান মোহন মিয়ার ছেলে ।
এর আগে এই মামলায়, অভিযুক্ত প্রেমিক বাহার উদ্দিন(২১) প্রেমিকা খাদিজা আক্তার তাজরীন (২৭) প্রেমিকার মা আমেনা খাতুন (৫০) গ্রেফতার করেছিল পিবিআই।