বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় সড়ক র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল আওয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহেল আহম্মদ কুটি, সাবেক ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তা মহসিন আলী, উপজেলা মৎস্য অফিসের ত্রে সহকারী পরিতোষ কান্তি দেব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যচাষী, মৎস্যজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভা শেষে ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- মোঃ মলাই মিয়া, শাহ আলম ও ইসলাম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন হিমেল। সভার পূর্বে উপজেলা পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়।