নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়ন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এহিয়া আহমেদ চৌধুরী জাবেদ এর মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অকাল মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আউশকান্দি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আউশকান্দি রহমান কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান রানার সভাপতিত্বে ও বিএনপি নেতা শিহাব আহমদ চৌধুরী ও জাকির আহমদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহ- সম্পাদক বাবুল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক নেতা ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মতিউর রহমান পেয়ারা, আহবায়ক সরফরাজ চৌধুরী সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, পৌর বিএনপির নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, মজিদুর রহমান মজিদ, সফিউল আলম বজলু, আসফাকুজ্জামান চৌধুরী নোমান, মুরশেদ আহমদ, যুক্তরাজ্যে বিএনপির নেতা এডঃ রহুল আমিন, বিএনপির নেতা সোহেল আহমদ চৌধুরী রিপন, শাহেদ তালুকদার, কেন্দ্রীয় ফোরাম নেতা মুরাদ আহমদ, জগন্নাথপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুক্তরাষ্ট্র মিশিগান বিএনপির নেতা শেখ ছাইদুর মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকিত, নিহত জাবেদ এর পিতা কবির আহমেদ চৌধুরী (কচি মিয়া), ছোট ভাই জাকির আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী শাহীন পাঠান, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, বর্তমান আহবায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা যুবদলের নেতা অলিউর রহমান অলি, আবুল কালাম মিঠু, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আল-আমিন, ইউপি সদস্য শায়েল আহমদ, সুমন মিয়া, ইউনিয়ন বিএনপির নেতা, রুয়েল আহমদ, তানিম চৌধুরী, সাজু আহমদ, ছাত্রনেতা মোফাজ্জল হোসেন, রকি পারভেজ, ফরহাদ, আকিকুর শুভ, সৌরভ, পলাশ, আবুল হোসেন সাফি। সভয়া বক্তারা মরহুম বিএনপির তরুন নেতা আন্দোলন সংগ্রামে নিবেদিত সৈনিক এহিয়া আহমদ চৌধুরী জাবেদ এর অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোক সভায় ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আউশকান্দিবাজার জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল কাদির জালালী। শোক সভা ও দোয়া মাহফিলের পূর্বে খতবে কোরআন ও এতিমখানা শিরনী বিতরণ করা হয়।