স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ২০ দলীয় জোটের নেতা আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক বলেছেন, অবিলম্বে দেশের জনগণের ভোটের অধিকার ও গনতন্ত্র ফিরিয়ে দিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। অন্যথায় আগামী ঈদের পরই ২০ দলীয় জোটের সকল নেতৃবৃন্দ রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে। তিনি বলেন, এই সরকার নাস্তিক, আস্তিক ও ব্লগারের সরকার। তাই দেশে আজ কোন ধর্মের মানুষের নিরাপত্তা নেই। সরকার বিরোধী কোন কথা বললেই গুম কিংবা খুন হতে হয়। গতকাল রবিবার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি (কাজী জাফর) এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ফিলিস্তিনী নিরীহ মুসমানদের উপর ইসরাইলীদের হামলায় প্রাণহানীর ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বন্ধ করার জন্য জাতির সংঘের হস্তক্ষেপ কামনা করেন। জেলা জাপা নেতা আবু বক্কর খাঁনের পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জাপা নেতা সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক। অতিথি ছিলেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, ডাঃ আহমুদুল হক আবদাল, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা জামাতের আমির মাওলানা মুখলিছুর রহমান, জেলা খেলাফত মজলিশের সভাপতি আব্দুল বাছিত আজাদ, ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন, ইউপি চেয়ারম্যান আমজাদ আলী, তাজ উদ্দিন আহমেদ বাবুল, প্রভাষক এস এম লুৎফুর রহমান, প্রভাষক ওয়াহিদুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, লাখাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, বিশিষ্ট সাংবাদিক রাশেদ আহমেদ খাঁন, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, আশরাফুল ইসলাম কুহিনুর, জেলা বিএনপি জহিরুল হক সেলিম, সদর উপজেলা জামাতের আমির মাওলানা আব্বাস আলী, লাখাই উপজেলা জামাতের আমির মাওলানা নুর উদ্দিন, পৌর খেলাফত মজলিশের সভাপতি হারুনুর রশিদ, বিএনপি নেতা মীর্জা আনোয়ার শরীফ, বিশিষ্ট মুরুব্বী আম্বর আলী, জেলা ছাদলের যুগ্ম আহবায়ক সালা উদ্দিন টিটু, এমদাদুর রহমান ইমরান, ছাত্র শিবির সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, ছাত্র মজলিশের সভাপতি শিব্বির আহমেদ, জাপা নেতা ফারুক মিয়া, নাসির উদ্দিন নাছু, আব্দুল গফুর জিতু, মতিউর রহমান, নজরুল ইসলাম মেম্বার, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, নুরুল হুদা ফারুক, স্বপন মেম্বার, মুখলিছুর রহমান, শাহরিয়ার আহমেদ লিটন, ফকির হুমায়ুন কবির, আবুল খায়ের, মুহিব আল হাসান, প্রভাষক রিপন আহমেদ, সামছু, শাহ আলম তালুকদার প্রমুখ।
ইফতার মাহফিলে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিশসহ অন্যান্য দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহন করেন।