নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ উপজেলার বড়গাও গ্রামে ভাই-ভাবী’কে মারপিট করে রক্তাক্ত জখম করার ঘটনায় দায়েরী মামলার প্রধান আসামী ছোট ভাই আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গোপলারবাজার পুলিশ। গতকাল শুক্রবার বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আব্দুর রহমান বড়গাও গ্রামের হাজী আশ^ব আলীর ছেলে। সুত্রে জানা যায়, উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়গাও গাজীর মোকাম এলাকার দু’ সহোদর আব্দুল গণি ও আব্দুর রহমানের মাঝে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ১১ জুলাই সন্ধ্যার দিকে বড় ভাই আব্দুল গণি বাড়ির সীমানায় বাথরুমের রিং বসাতে গেলে ছোট ভাই আব্দুর রহমান ও তার স্ত্রী শারমিন বেগম ওরপে শাবেনা বাধাঁ দেয়। এনিয়ে দু’ ভাইয়ের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে ছোট ভাই আব্দুর রহমানের ছুরিকাঘাতে আব্দুল গণি গুরুতর জখম হয়। স্বামীকে বাচাঁতে স্ত্রী মমতা বেগম এগিয়ে আসলে তাকে মারপিট করে গুরুতর জখম করেন। এ ঘটনায় আব্দুল গণি শশুড় শতক বড়ইতলা গ্রামের আব্দুল লতিফ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা নং-১৫, তারিখ ১৫-০৭-২০২২ইং দায়ের করেন। শুক্রবার (২৬ জুলাই) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রহমান (৩২) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সফিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।