নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সীমান্তিক এম.আই.এস,এইচ.ডি, প্রজেক্ট নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার ২১ জুলাই দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল চন্দ্র দাশ, সীমান্তিক নতুন দিনের ফিল্ড সুপার ভাইজার ছফিনা খাতুন (রিংকি) ও পরিবার পরিকল্পনার কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলাদ বলেন, সরকারী বেসরকারি সবাই একত্রিত হয়ে নবীগঞ্জ উপজেলার জনসংখ্যা বৃদ্ধির সতর্কতা অবলম্বন করে ফিল্ড পার্যায়ে কাজ করা যাতে করে জন্ম নিয়ন্ত্রণ বজায় থাকে।