নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ একাধিক চুরির মামলার পলাতক আসামী মো: শায়েক মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে। সে উপজেলার ঘোলডুবা ফতেহপুর গ্রামের মৃত আব্দাল মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশ ও এটিএসআই কুশ চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে কাজিরগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করে। এএসআই লোকেশ দাশ জানান,গ্রেফতাকৃত শায়েকের বিরুদ্ধে দুটি চুরির মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘ দিন ধরে সে আত্মগোপনে ছিল। তাছাড়া সে ইনাতগঞ্জ এলাকার সংঘবদ্ধ একটি চোরের দলের সর্দার বলেও তিনি জানান।