বরুন সিকদার ॥ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ যান চালকে সাড়ে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সকাল সাড়ে ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহেলা রহমত উল্লার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হবিগঞ্জ শহরতলী ধুলিয়াখাল এলাকায় এক অভিযান পরিচালিত হয়। এ সময়ে বিভিন্ন গাড়ির কাগজপত্র নিরিক্ষণ করা হয়। ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজ না থাকায় মোটরযান আইনে তিন মোটরসাইকেল চালকে ৫শ টাকা করে ১৫শ টাকা ও এক মাইক্রোবাস চালকে ২হাজার টাকা অর্থদন্ড করে। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেশকার মোঃ আবুল কাসেম ও এএসআই আনোয়ারা বেগম সহ একদল পুলিশ।