নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫০টি ঘর প্রদান উপলক্ষে নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
তিনি জানান-প্রধানমন্ত্রীর উদ্বোধনের ধারাবাহিকতায় ২১ জুলাই নবীগঞ্জ উপজেলার আলমপুর (জয় বাংলা পল্লী) ও বৈঠাখালে (মুজিব স্বপ্নলোক) ৫০টি ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবারের নিকট ব্যক্তির দলিল, নামজারী খতিয়ান, সার্টিফিকেটসহ হস্তান্তর করা হবে। তিনি জানান, ২০২০ সালের (৭ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন দেশের একটি মানুষ গৃহহীন বা ভূমিহীন থাকবে না। ঘোষণা অনুযায়ী মুজিবর্ষে প্রতিটি গৃহহীন ভূমিহীন পরিবার পাচ্ছে দুর্যোগ সহনীয় আধা পাকা ঘর এবং ২ শতাংশ জমির মালিকানা। এই ধারাবাহিকতায় ৩য় পর্যায়ের ২য় ধাপে সম্পূর্ণ বিনামূল্যে দুই শতাংশ জমির মালিকানাসহ আগামীকাল আধা পাকা বাড়ি পাবেন নবীগঞ্জ উপজেলার গৃহহীন ও ভূমিহীন ৫০টি পরিবার। তিনি আরো জানান, গৃহহীন ও ভূমিহীনদের নির্বাচনের ক্ষেত্রে ৩ স্তরে যাচাই বাচাই, উপজেলা টাস্কফোর্স কমিটির সর্বসম্মতিক্রমে তালিকা চুড়ান্ত করা হয় এবং হবিগঞ্জ জেলা প্রশাসক চূড়ান্ত অনুমোদনক্রমে দুই শতক করে জমি বন্দোবস্ত প্রদান করা হয়। জমির দলিল সম্পূর্ণ নামজারী ফি সরকারীভাবে প্রদান করা হবে। এমন কি গৃহ বুঝিয়ে দেয়ার পূর্বেই দলিল ও নামজারী প্রক্রিয়া সম্পন্ন পূর্বক হস্তান্তর করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, এটিএম ফোয়াদ হাসান রাজন, অঞ্জন রায়, আব্দুল মুহিত, সার্ভেয়ার হাবিবুর রহমান, সেলিম উদ্দিন, ইকবাল হোসেন তালুকদার, সাগর মিয়া, স্বপন রবি দাশ, জাবেদ তালুকদার, তুহিন আলম রেজুওয়ান প্রমুখ।