ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ জ্বালানি সঙ্কটের কারণে রাত ৮টার পর দোকানপাট বন্ধে সরকারি নির্দেশনা অমান্য করায় নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় নির্দেশনা অমান্য করায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ১৮ হাজার টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ পৃথক পৃথক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
জানা যায়- জ্বালানি সঙ্কটের কারণে রাত ৮টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। এ আদেশ অমান্য করে অনেক দোকানপাট খোলা রাখা হয়। মঙ্গলবার রাত ৮টার পর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ-আনসার সদস্য নবীগঞ্জ শহরে অভিযান পরিচালনা করে । এসময় আদেশ অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ০৭ টি মামলায় ১১ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এবং বারংবার নির্দেশ বিশেষ ভাবে অমান্য করায় কিছু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অন্যদিকে সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকানপাট, শপিংমল খোলা রাখায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, কাজিরবাজার, বান্দের বাজারে
নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন বলেন- এ অভিযান অব্যাহত থাকবে, যে সরকারি আদেশ অমান্য করবে তাকে শাস্তির আওতায় আনা হবে।